স্পোর্টস ডেস্ক : ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বে জয় পেল ইতালি৷ বুলগেরিয়াকে ১-০ ব্যবধানে হারালো তারা৷ ম্যাচের ৬ মিনিটে পেনাল্টি থেকে ইতালির হয়ে জয়সূচক গোলটি করেন ড্যানিয়েল ডি রোসি৷ এই ম্যাচে অবশ্য লাল কার্ডও দেখতে হয় তাকে৷
৫৫ মিনিটের মাথায় রোসি ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন বুলগেরিয়ার মিৎসানস্কির সঙ্গে। রেফারি দু’জনকেই লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। এই জয়ের ফলে নিজেদের গ্রুপের শীর্ষে উঠে এল আজুরিরা৷
অন্য দিকে ইতিহাস তৈরি করলো আইসল্যান্ড। এই প্রথম তারা ইউরোর মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করলো। কাজাখস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করার পরই এই নজির তৈরি করে ফেলে আইসল্যান্ড। মূলপর্বে উঠেছে চেক রিপাবলিকও। তারা ২–০ ব্যবধানে হারিয়েছে লাতভিয়াকে। আগের ম্যাচে সান মারিনোকে বড় ব্যবধানে হারালেও ধাক্কা খেল ইংল্যান্ড। চোটের জন্য দল থেকে ছিটকে গেলেন মিডফিল্ডার মাইকেল ক্যারিক।
৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি