স্পোর্টস ডেস্ক : টাইগার পেসার শাহাদাতকে নিয়ে বিদেশি মিডিয়ায় লয়-প্রলয়ের সৃষ্টি হয়েছে। শাহাদাত হোসেন রাজিব দলের বাইরে রয়েছেন।
এই শাহাদাত হোসেন রাজিব একটি কাণ্ডজ্ঞানহীন কাজের পরিচয় দেয়। বাংলাদেশের মিডিয়ায় ঝড় ওঠে এ নিয়ে। এর পরে বিশ্বের প্রভাবশালী মিডিয়াগুলোর শিরোনাম হয় বিষয়টি।
ক্রিকইনফো, বিবিসি, এনডিটিভি, ডনসহ অন্যান্য মিডিয়া শাহাদাতের গৃহকর্মী নির্যাতনের প্রসঙ্গে প্রতিবেদন প্রকাশ করে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১১ বছরের শিশুকে নির্যাতন করার অভিযোগ শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে। পুলিশ তাদেরকে গ্রেফতারের জন্য মাঠে নেমেছে।
আরো বলা হয়, ঐতিহাসিক লর্ডসে ২০১০ সালে পাঁচ উইকেট নিয়ে প্রথম বাংলাদেশি হিসাবে র্কীর্তি গড়েন শাহাদাত হোসেন রাজিব।
এনডিটিভি তাদের শিরোনামে বলে, কেলেঙ্কারিতে গ্রেপ্তার হওয়ার অপেক্ষায় বাংলাদেশি ক্রিকেটার শাহাদাত।
পাকিস্তানের ডন পত্রিকা খিলেছে, গৃহকর্মী নির্যাতনের কেলেঙ্কারিতে জড়ালেন শাহাদাত হোসেন। ভারতের আনন্দবাজার পত্রিকার ভাষ্য, বাংলাদেশি ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিবকে গ্রেফতার করা হচ্ছে যে কোনো সময়ে।
ক্রিকইনফো শিরোনাম করেছে, একটি নিষ্পাপ শিশুকে নির্যাতন করে বাংলাদেশের ভাবমূর্তিকে সংকটে ফেলেছেন শাহাদাত হোসেন রাজিব।
৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর