মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৩৪:০২

তাইজুলের অবস্থার উন্নতি হয়নি

তাইজুলের অবস্থার উন্নতি হয়নি

স্পোর্টস ডেস্ক: একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেকেই হ্যাট্রিক অর্জনকারী বাংলাদেশ দলের নতুন উদীয়মান স্পিনার তাইজুল ইসলাম গত আগস্টের শেষ সপ্তাহে এলিট ক্রিকেটার্স কন্ডিশনিং ক্যাম্পে থাকাকালীন অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে জন্ডিস ধরা পড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে এক সপ্তাহের পূর্ণাঙ্গ বিশ্রামে থাকতে অনুমতি দেয়।

কিন্তু এক সপ্তাহ পেরিয়ে ১০ দিন হয়ে গেলেও তার অবস্থার উন্নতি হয়নি। উল্টো চিকিৎসকেরা তাকে আরো দুই সপ্তাহ বিশ্রামে থাকার নির্দেশ দেয়। এ বিষয়ে বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরী গতকাল (সোমবার) একটি ইংরেজি দৈনিক পত্রিকাকে জানান, ‘সেপ্টেম্বরের ২১ তারিখ পর্যন্ত তাইজুলকে বিশ্রামে থাকতে হবে। স্বাস্থ্য পরীক্ষার পর তার অবস্থার সন্তোষজনক উন্নতি পাওয়া যায়নি।’
 
তাইজুলের এ অনুপস্থিতিতে আসছে সেপ্টেম্বরের ২৮ তারিখেই অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে তার খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
৮ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে