স্পোর্টস ডেস্ক : পাকিস্তানে চলছে টি-টোয়েন্টি ক্রিকেটের ঘরোয়া আসর। এখানে অন্যরকম একটি উদাহরণ যোগ করল পাকিস্তানের ক্রিকেটাররা। চরম লড়াইয়ের একটি ম্যাচ এটি। বড় রান টপকে জয় ছিনিয়ে আনার চেষ্টার জন্য স্বরণীয় হয়ে থাকবে পাকিস্তানের ক্রিকেটারদের এই লড়াই।
বেশ ব্যতিক্রমি সমীকরণও রয়েছে এখানে। শিয়ালকোট রিজিয়ন শুরুতে ব্যাট হাতে নিয়ে ৫ উইকেটে ১৯৮ রান সংগ্রহ করে। এখানে দুই ওপেনারের রয়েছে ১৭৪ রান।
টি-টোয়েন্টি ক্রিকেটে এই চিত্র দেখা বেশ কষ্টকরা। পাকিস্তানের ব্যাটসম্যান নুমান অনোয়ার ও মুক্তার আহমদ এই রান করেন। এখানে মুক্তার আহমদের রয়েছেন ১২৩ রান। অন্যদিকে নুমানের রয়েছে ৫১ রান।
জবাবে করাচি রিজিয়ন ৬ উইকেট হারিয়ে ২০ ওভার মোকাবেলা করে ১৯১ রান করে। অনন্য প্রতিযোগিতার ম্যাচ ছিল এটি। দলের জয়ে সবচেয়ে বেশি অবদান রাখা মানুষটিকে স্বীকৃতি দিতে ভুল করেনি কর্তৃপক্ষ।
অর্থাৎ ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন মুক্তার আলী। জাতীয় দলের হয়ে তাক লাগানো ইনিংস খেলা শোয়েব মালিক তেমন কিছুই করতে পারেননি। তিনি হয়তো জ্বলে ওঠার অপক্ষায় রয়েছেন এই আসরে।
৬ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর