শনিবার, ১৮ জুন, ২০১৬, ১২:৫৩:৫২

বাংলাদেশের ইতিহাসে সেরা অধিনায়ক কে?

বাংলাদেশের ইতিহাসে সেরা অধিনায়ক কে?

তারিকুল: ১৯৮৬ সালের ৩১ মার্চ এশিয়া কাপে ক্রিকেটের মধ্য দিয়ে বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করে।৩০ বছরে বাংলাদেশ দল এখন পয়ন্ত মোট ৩১২ টি ওয়ানডে ম্যাচ খেলেছে। জয় পেয়েছে ৯৮ টিতে এবং পরাজয় ২০৮ টিতে। মোট ১৩ জন অধিনায়ক নেতৃত্ব দিয়েছে টাইগার বাহিনীদের।প্রশ্ন হচ্ছে বাংলাদেশর সফল অধিনায়ক কে? সহজ উত্তর, সফল হলেন মাশরাফি বিন মুর্তজা।যদিও সবচেয়ে বেশী ম্যাচে অধিনায়ক ছিলেন হাবিবুল বাশার।তবে সফলতার দিক দিয়ে এগিয়ে ম্যাশ।

চলুন দেখে নেয়া যাক বাংলাদেশ ওয়ানডে দলের সব ক্যাপ্টেনের জয় পরাজয়ের হিসাব।

১। মাসরাফি বিন মুর্তজা
ম্যাচঃ ২৮ টি
জয়ঃ ২০ টি
পরাজয়ঃ ০৮ টি

২। সাকিব অাল হাসান
ম্যাচঃ ৪৯ টি
জয়ঃ ২৩ টি
পরাজয়ঃ ২৬ টি

৩। মুসফিকুর রহিম
ম্যাচঃ ৩৭ টি
জয়ঃ ১১ টি
পরাজয়ঃ ২৪ টি

৪। মোঃ অাশরাফুল
ম্যাচঃ ৩৮ টি
জয়ঃ ০৮ টি
পরাজয়ঃ ৩০ টি

৫। হাবিবুল বাশার
ম্যাচঃ ৬৯ টি
জয়ঃ ২৯ টি
পরাজয়ঃ ৪০ টি

৬। রাজিন সালে
ম্যাচঃ ০২ টি
জয়ঃ ০ টি
পরাজয়ঃ ০২ টি

৭। খালেদ মাহামুদ সুজন
ম্যাচঃ ১৫ টি
জয়ঃ ০ টি
পরাজয়ঃ ১৫ টি

৮। খালেদ মাছুদ পাইলট
ম্যাচঃ ৩০ টি
জয়ঃ ০৪ টি
পরাজয়ঃ ২৪ টি

৯। নাইমুর রহমান
ম্যাচঃ ০৪ টি
জয়ঃ ০ টি
পরাজয়ঃ ০৪ টি

১০। অামিনুল ইসলাম
ম্যাচঃ ১৬ টি
জয়ঃ ০২ টি
পরাজয়ঃ ১৪ টি

১১। অাকরাম খান
ম্যাচঃ ১৫ টি
জয়ঃ ০১ টি
পরাজয়ঃ ১৪ টি

১২। মিনহাজুল অাবেদিন নান্নু
ম্যাচঃ ০২ টি
জয়ঃ ০ টি
পরাজয়ঃ ০২ টি

১৩। গাজী অাশরাফ
ম্যাচঃ ০৭ টি
জয়ঃ ০ টি
পরাজয়ঃ ০৭ টি
উল্লেখ্য, পাঁচ জন অধিনায়কের নেতুত্বে বাংলাদেশ কোন ম্যাচ জিততে পারেনি।
১৮ জুন ২০১৬/এমটি নিউজ২৪/তারিকুল/টিআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে