স্পোর্টস ডেস্ক : শিগগিরই ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে এ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের এ দল সাজানো দেখে হয়তো অবাক হবেন অনেকে।
কেননা বাংলাদেশের এ দল যেন একটি অন্তরালের জাতীয় দল। তবে এখানে সুযোগ দেয়া হয়নি বাংলাদেশের হয়ে বহু ম্যাচ জয়ের একক নায়ক শাহরিয়ার নাফিজকে। অন্যদিকে জাতীয় দলের অনেক তারকারা রয়েছেন এখানে। তবে মুস্তাফিজ নেই।
এর আগে শাহরিয়ার নাফিজ এ দলের নেতৃত্ব দিয়েছেন। মুমিনুলকে অধিনায়ক করা হয়েছে। অন্যদিকে নাসির হোসেনকে করা হয়েছে সহ অধিনায়ক।
টাইগারদের স্কোয়াড : মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক) এনামুল হক বিজয়, সাব্বির রহমান রুম্মান, সৌম্য সরকার, লিটন কুমার দাস, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি, জুবায়ের হোসেন লিখন, রনি তালুকদার, সাকলাইন সজীব, শফিউল ইসলাম, আল আমিন হোসেন ও শুভাগত হোম চৌধুরী।
৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর