স্পোর্টস ডেস্ক: পাকিস্তানী অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের বোলিং অ্যাকশনের ওপর এক বছরের নিষেদাজ্ঞা জারি করেছিল বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। কিন্তু সেই নিষেদাজ্ঞা সত্ত্বেও ঘরোয়া ক্রিকেটে তাকে বোলিং করার অনুমতি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। আসন্ন পাকিস্তান টি-টোয়েন্টি কম্পিটিশনে লাহোরে কম্পিটিশনে লাহোর হোয়াইটসের হয়ে বল হাতে দেখা যাবে হাফিজকে। ঠিক এমনই তথ্য দিলেন দেশটির ক্রিকেট বোর্ড।
আইসিসিরি অনুমতিক্রমে কোন ক্রিকেটার এ শাস্তি ভোগ করলেও নিজ দেশের বোর্ডের অনুমতিক্রমে ঘরোয়া ক্রিকেট বল করতে পারবে সে। এর যুক্তি হিসেবে ‘ক্রিকেট ডট কম ডট এউই’তে আইসিসি এক কর্মকর্তা জানান, ‘এই ব্যবস্থাটি এই কারণেই রাখা হয়েছে যাতে নিষেদাজ্ঞা জারি করা ওই খেলোয়াড় ঘরোয়া ক্রিকেটে খেলে নিজেকে শুধরিয়ে নিতে পারে। পাশাপাশি দেশটির ক্রিকেট বোর্ডও যাতে তার বোলিং অ্যাকশনের উন্নতির ব্যপারে পর্যালোচনা করতে পারে। আর যদি উক্ত বোলারের বোলিং অ্যাকশনে সন্তুষ্ট হয় তাহলে তাকে পুনঃপরীক্ষার জন্য আইসিসির কাছে আবেদন করতে পাঠাতে পারে।
উল্লেখ্য, গত বছর নভেম্বরে দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা। এরপর আইসিসির পরীক্ষায় তার বোলিং ত্রুটি ধার পড়লে ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে হাফিজের বোলিং নিষিদ্ধ হয়। এরপর অ্যাকশন শুধরে পুনরায় পরীক্ষা দিয়ে পাস করেছিলেন হাফিজ।
৮ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর/রাজু