স্পোর্টস ডেস্ক: ভারত সফরকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দলের নাম ঘোষনা করেছে। সফরে বাংলাদেশ দলের নেতৃত্বে থাকবে মুমিনুল হক এবং তার সহকারী হিসেবে থাকবে অলরাউন্ডার নাসির হোসেন।
ভারতের সাথে তিনটি একদিনের ম্যাচ ও দুটি তিন দিনের ম্যাচ খেলতে বাংলাদেশ ‘এ’ দল ১৩ই সেপ্টেম্বর ব্যাঙ্গালুরু পৌঁছবে। একটি তিনদিনের ম্যাচ ছাড়া বাকি চারটি ম্যাচই হবে ব্যাঙ্গালুরুতে। ২২ সেপ্টেম্বর থেকে প্রথম তিনদিনের খেলাটি হবে মহিসুরে। এর আগে ১৬, ১৮ ও ২০শে সেপ্টেম্বর তিনটি ওয়ানডে হবে চিন্নাস্বামী স্টেডিয়ামে। বাংলাদেশ এ দলের অধিকাংশেরই টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে।
বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াডে থাকবে: এনামুল হক বিজয়, রনি তালুকদার, লিটন কুমার দাস, সাব্বির রহমান, সৌম্য সরকার, মুমিনুল হক, নাসির হোসেন, আরাফাত সানি, সাকলাইন সজিব, রুবেল হোসেন, সফিউল ইসলাম, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ, জুবায়ের হোসেন ও শুভাগত হোম চৌধুরী।
৮ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর/রাজু