স্পোর্টস ডেস্ক : ফুটবলে হলুদ কার্ড বা লাল কার্ড তো যখন-তখন দেখানো হয়৷ কড়া বা অবৈধ ফাউলের জন্য, বিশ্রী আচরণের জন্য সংশ্লিষ্ট ফুটবলারকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দেন রেফারি৷ ফের একই ঘটনা ঘটলে দ্বিতীয় হলুদ কার্ড দেখাতে পারেন তিনি৷ আর তার মানে লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যাওয়া৷ গুরুতর কিছু হলে তো রেফারি সরাসরিই লাল কার্ড দেখাতে পারেন ফুটবলারকে৷
কিন্তু ইতালি ফুটবলে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ লাল কার্ড এবং হলুদ কার্ডের পাশে এবার ব্যবহার হবে সবুজ কার্ড. সেটা আবার কেমন? সিরি ‘বি’ ফুটবলে ফেয়ার প্লে-র জন্য পুরস্কারস্বরূপ একজন ফুটবলারকে রেফারি দেখাবেন সবুজ কার্ড. তবে খেলা চলাকালীন নয়, ভাল আচরণের জন্য নির্বাচিত ফুটবলার সবুজ কার্ড দেখবেন ম্যাচের পর৷
তবে শুধু ফুটবলারদের ক্ষেত্রেই নয়, সিরি ‘বি’ কর্তৃপক্ষ ধীরে ধীরে এই সিদ্ধান্ত রূপায়ণ করতে চাইছেন কোচেদের ক্ষেত্রেও৷ এমনকি ভাবনাচিন্তা চলছে দর্শকদের নিয়েও৷ আসলে ইতালি ফুটবলের ইমেজ পরিবর্তনের লক্ষ্যেই এই নজিরবিহীন সিদ্ধান্ত বলে জানা গেছে৷ সিরি ‘বি’ লিগের এক মুখপাত্র বি বি সি-কে জানিয়েছেন, দেশের ফুটবলে কিছু ইতিবাচক বার্তা দেওয়াই তাঁদের মূল উদ্দেশ্য৷ তবে এই সিদ্ধান্ত সিরি ‘এ’ লিগে কার্যকরী হবে কিনা, তা পরিষ্কার নয়৷
৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি