স্পোর্টস ডেস্ক : ইউরো যোগ্যতা অর্জন পর্বে নিজেদের গ্রুপে শীর্ষ স্হানেই থাকল পর্তুগাল৷ তবে সোমবার কোনও মতে জিতেছে তারা৷ আলবানিয়াকে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল হারায় ১-০ ব্যবধানে৷ ম্যাচ যখন ড্র হবে ধরেই নেওয়া হয়েছে, তখন ৯২ মিনিটে হেডে গোল করে পর্তুগালকে জেতান মিগুয়েল ভেলোসো৷
অন্যদিকে ডি গ্রুপে জার্মানিকেও কষ্ট করে জিততে হয়৷ তারা স্কটল্যান্ডকে হারায় ৩-২ ব্যবধানে৷ ১৮ মিনিটে টমাস মুলারের গোলে এগিয়ে যায় জার্মানি৷ ২৮ মিনিটে হামেলস নিজের গোলে বল ঢুকিয়ে দিলে, ম্যাচে সমতা ফেরে৷ ৩৪ মিনিটে আবার মুলার এগিয়ে দেন জার্মানিকে৷ প্রথমার্ধেই ২-২ করে দেন ম্যাকআর্থার৷ ৫৪ মিনিটে জার্মানির জয়সূচক গোল গুন্ডোগানের৷
তবে বড় জয় পেয়েছে পোল্যান্ড৷ তারা ৮-১ ব্যবধানে হারায় জিব্রাল্টারকে৷ গ্রসিকি, লিয়নডস্কি, মিলিক ২টো করে এবং ব্লাসজিকোয়স্কি, কাপুস্কা ১টা করে গোল করেন৷ প্রীতি ম্যাচে ফ্রান্স ২-১ ব্যবধানে হারিয়েছে সার্বিয়াকে৷ ফ্রান্সের দুটো গোলই মাতুইদির৷ সার্বিয়ার গোল মিত্রোভিচের৷
৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি