স্পোর্টস ডেস্ক : মাদকের ছোবলে জীবন প্রায় শেষই হয়ে গিয়েছিল দিয়েগো ম্যারাদোনার৷ কিন্তু সে অন্ধকার জগৎ থেকে অনেক দিন হলো বের হয়েছেন আর্জেন্টিনার এ জীবন্ত কিংবদন্তী৷ কিন্তু কতদিন আগে মাদক ছেড়েছেন, তা নিয়ে এতদিন স্পষ্ট ধারণা কারও ছিল না৷ তবে এবার নিজেই জানালেন তার মাদক ছাড়ার কথা৷
১২ বছর ধরে কোনও রকম মাদকে হাত দেননি তিনি৷ একই সঙ্গে ফের বাবা হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন৷ ম্যারাদোনা বলেছেন, ‘দুই মেয়ে ও তাদের ছেলে-মেয়েদের নিয়ে সময়টা ভালই কাটছে৷ জীবনটা উপভোগ করছি৷ তবে আমি এটাও বলে দিচ্ছে, ভবিষ্যতে আমি ফের বাবা হতে পারি৷ আমকে এত তাড়াতাড়ি অক্ষম ভাবা ঠিক হবে না৷ আমার শরীর এখনও ঠিকঠাক আছে৷’
৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি