স্পোর্টস ডেস্ক : অবাক হবেন সমীকরনটি দেখে। কোথার অস্ট্রেলিয়া কোথায়? ক্রিকেটেরই ঘটনা এটি। দুই দেশের মধ্যেকার চলমান অ্যাসেজ সিরিজের তৃতীয় ওয়ানডেতে মঙ্গলবার মাঠে নামে দুই দেশ।
ম্যাচটি ইংলিশদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিলো। অন্যদকে বিপরীত শিবিরের জন্য এটি ছিল সিরিজ নিশ্চিত করার ম্যাচ। কিন্তু এই ম্যাচে ইংলিশরা শুধু জয়ই পায়নি তারা অসিদের বেশ লজ্জাই দিয়েছে।
এর মূল নায়ক ইংলিশ ব্যাটসম্যান টেইলর। বলা যায়, টেইলরের ব্যাটে যেন ভেঙ্গে গেল অস্ট্রেলিয়ার মসনদ! সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে নেয় অসিরা।
৮ উইকেটে ইংলিশরা ৩০১ রানের টার্গেট দেয় অসিদের। এর জবাবে ব্যাট করতে নেমে ৬ ওভার আগেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। তাদের সংগ্রহ হয়েছে মাত্র ২০৭ রান।
দাপুটে অস্ট্রেলিয়াকে পাওয়া গেল না এদিন। টেইলর ১০১ রানে করেই এক-তৃতীয়াংশের কাজটি সারেন। ৯৩ রানের ব্যবধানে জয় পায় ইংলিশরা। এই সিরিজে আরো দুইটি ম্যাচ বাকি রয়েছে।
এখানে নিজেদের শেষ্ঠত্ব প্রমানের জন্য দুই দলের কেমন লড়াই হবে তা ধরেই নেয়া যায়।
৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর