স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের ক্রিকেটাররা পুলিশকে বিশেষ কাজে সাহায্য করবেন। কয়েকদিন আগে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিবের বিরুদ্ধে বাসার গৃহকর্মী নির্যাতনের অভিযোগ ওঠে।
আর এই অভিযোগে ফেঁসে যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিব। এ ক্ষেত্রে জাতীয় দলের ক্রিকেটাররাও সমর্থন করছেন না রাজিবকে।
পুলিশ রাজিবকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। কিন্তু তাকে খুঁজে পাচ্ছে না তারা। পুলিশ পরে জাতীয় দলের ক্রিকেটার তথা মাশরাফি বাহিনীর কাছে সহযোগিতা চান।
শাহাদাতের এই মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানিয়েছেন, ক্রিকেটাররা আমাদের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
গত রোববার মিরপুরের সাংবাদিক কলোনি থেকে শাহাদাতের বাসার নির্যাতিত গৃহকর্মী হ্যাপীকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজের ওসিসিতে ভর্তি করা হয়। রাজিবকে শাস্তির আতওয়ায় আনতে যাচ্ছে পুলিশ।
৬ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর