বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ০১:২১:৪৬

বিসিবিকে দেখিয়ে দেব, সেই ক্ষোভে বললেন আলামিন

বিসিবিকে দেখিয়ে দেব, সেই ক্ষোভে বললেন আলামিন

স্পোর্টস ডেস্ক : ২০১৫ বিশ্বকাপে প্রথম বারের মত খেলার সুযোগ পেয়েও নানা অভিযোগে দেশে চলে আসতে হয় তাকে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

রাতে অনেক দেড়ি করে টিম কেবিনে ফিরতেন তিনি। দুঃখ ভরা মন নিয়ে দেশে ফিরে আসেন সেই ক্রিকেটার। দলে কখন ফিরতে পারবেন এর কোনো নিশ্চয়তা ছিল না তার। পরে কন্ডিশনিং ক্যাম্পে ডাক পান সেই আলামিন হোসেন। এর আগে বাংলাদেশ গড়ে ইতিহাস। আলামিন হোসেনকে দর্শক হয়েই এই ম্যাচ গুলো দেখতে হয়েছে।

জাতীয় দলে ফেরার কোনো বার্তা এখনো পাননি তিনি। ডাক পেয়েছেন এ দলে। কয়েকদিন পরেই ভারতের এ দলের সাথে বাংলাদেশের এ দল লড়াই করবে।

অস্ট্রেলিয়া গিয়েও বিশ্বকাপ বঞ্চিত আলামিনকে নেয়া হয়েছে এই স্কোয়াডে। সুযোগ পেয়ে বেশ খুশি আলামিন। তিনি বলেছেন, আমি ভালো খেলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) -এর কর্মকর্তাদের মাথা নস্ট করে দেব। আর এর মাধ্যমে দলে ফিরতে পারব বলে আমি মনে করি।  

হৃদয়ে জড়ো হওয়া ক্ষোভে আলামিন বলেন, আমি বিসিবি কর্মকর্তাদের এবার ভালো করেই পারফর্মটা দেখিয়ে দেব।

ভারতের পরে বাংলাদেশ এ দল জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার সাথে খেলবে। এখানে নিজেকে টিকিয়ে রাখতে ভালো খেলার কোনো বিকল্প নেই বলে উচ্চারণ করেন তিনি।
৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে