স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এর আগে ভারত সফরের জন্য দল ঘোষণা করে। বাংলাদেশ স্কোয়াডে জাতীয় দলের হয়ে খেলা ১১ জন ক্রিকেটার রয়েছেন।
ভারতের স্কোয়াডে মাহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলিকে রাখা হবে বলে খবর প্রকাশ করে ভারতীয় মিডিয়া। ভারত ওয়ানডে ও তিন দিনের ম্যাচগুলোর জন্য তাদের ক্রিকেটারদের নামের তালিকা প্রকাশ করেছে।
আলোচনায় আসলেও এই তালিকায় নেই ধোনি-কোহলির নাম। তবে তারকা সমৃদ্ধ স্কোয়াড বলতেই হবে। অভিজ্ঞ শিখর ধাওয়ানকে করা হয়েছে তিন দিনের ম্যাচের দলপতি। সুরেশ রায়েনা ও অ্যারনের মতো তারকারা উঠে এসেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের বিবেচনায়।
বাংলাদেশের বিরদ্ধে দুই ফরমেটের সিরিজে ভারতীয় স্কোয়াড-
তিনদিনের ম্যাচের জন্য: শিখর ধাওয়ান (অধিনায়ক), অভিনাভ মুকুন্দ, করুণ নায়ার, শ্রেয়াস আয়ার, বাবা অপরাজিৎ, নোমান ওজা, জয়ন্ত যাদব, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, শ্রেয়াস গোপাল, অভিমন্যু মিথুন, বরুণ অ্যারন, ইশ্বর পান্ডে ও শেল্ডন জ্যাকসন।
ওয়ানডে দল : উন্মুক্ত চাঁদ (অধিনায়ক), মায়ানাক আগারওয়াল, মানিশ পান্ডে, সুরেশ রায়না, কেদার যাদব, সাঞ্জু স্যামসন, করুণ নায়ার, কুলদিপ যাদব, জয়ন্ত যাদব, করণ শর্মা, রিশি ধাওয়ান, শ্রিনাথ অরবিন্দ, ধাওয়ান কুলকার্নি, রুশ কালারিয়া ও গুরকিরাত সিংহ মান।
৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর