স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে চলছে প্রতিবন্ধীদের টি-২০ টুর্নামেন্ট। বাংলাদেশ ফাইনালে যাওয়ার পথে এগিয়ে রয়েছে। তবে এই টুর্নামেন্টে মূল দাপটা দেখিয়েছে পাকিস্তান।
ভারতকে খানিকটা হতভাগাই বলতে হবে। বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হেরে যেতে হয়েছে পাকিস্তানকে। অন্যদিকে পাকিস্তানের কাছে অসহায় আত্মসমার্পন করেছে ভারত।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ওপেনার হাসনেন হাসানের ৩৯ রান ও রেহান ঘানির ৩৪ রানের সুবাদে ৬ উইকেটে ১৭৪ রান তোলে পাকিস্তান।
জয়ের জন্য ১৭৫ রান তাড়া করতে নেমে শুরু থেকেই নড়বড়ে ছিল ভারত। শেষপর্যন্ত ১৯ ওভারে ১৩১ রানে তারা সবাই অল আউট হয়ে যায়।
সাভারের বিকেএসপি মাঠে হ্যাটট্রিক করেন পাকিস্তানের ফৈয়াজ আহমেদ। এই ম্যাচে জয়ের ফলে টুর্নামেন্টে পর পর তিনটি ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান। তিনি মোট ৪ টি উইকেট নেন।
রান দিয়েছেন মাত্র ১৪। এ টি-টোয়েন্টি আসরের ১৯ তম ওভারে হ্যাটট্রিক করেন তিনি। ভারতের পক্ষে যশ নেগি ২৬ এবং আনসুল ২৪ রান করেন। পাকিস্তানের ব্যাটসম্যানদের তাণ্ডব শেষে নিয়ন্ত্রিত বোলিংয়ে হতাশ হতে হয়েছে ভারতকে।
৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর