স্পোর্টস ডেস্ক: মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও ড্র করে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসি ও সের্হিও আগুয়েরোর নৈপুণ্যে ২-২ গোলের সমতা নিয়ে ম্যাচ শেষ করে আর্জেন্টিনা।
যুক্তরাষ্ট্রের অ্যারলিংটনে খেলার ১৯তম মিনিটেই পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। মেক্সিকোকে এগিয়ে দেওয়া গোলটি পেনাল্টি থেকে করেন হাভিয়ের এর্নান্দেস। ৭০ মিনিটে পাল্টা প্রতিরোধ করে ব্যবধান দ্বিগুণ করেছেন মেক্সিকোর হেক্টর হেরেরা।
এক গোলে পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার একাধিক সুযোগ মিস করেছেন মেসি-আগুয়েরো-লাভেজ্জিরা। তবে ২ গোলে পিছিয়ে পড়ায় চিন্তিত হয়ে পড়ে আর্জেন্টাইনরা।তাই অনেকটা মরিয়া হয়ে খেলতে থাকেন তারা।
সেই প্রচেষ্টায় সফল হয়েছেন আর্জেন্টিনার আক্রমণভাগের দুই প্রাণভোমরা লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরো। ৮৫ মিনিটে আগুয়েরোর গোলে সমতায় ফিরেছে আর্জেন্টিনা। খেলার ১ মিনিট বাকি থাকতেই সমতাসূচক গোল করেছেন মেসি। যদিও এই গোলেও অবদান ছিল আগুয়েরোর। ম্যানসিটির এই স্ট্রাইকারের দেওয়া বলই বুকে রিসিভ করে মেসি তা পাঠিয়ে দিয়েছেন প্রতিপক্ষের জালে।
যুক্তরাষ্ট্র সফরে প্রথম ম্যাচে বলিবিয়াকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনা। আর দ্বিতীয় ম্যাচেই হারের শঙ্কা ছিল। তবে মেসি ও আগুয়েরোর সম্মিলিত নৈপুণ্যে সেই হার থেকে রক্ষা হয়েছে দলটির।
৯ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস