স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ পাকিস্তান সফরে যাবে। বাংলাদেশ ও পাকিস্তানের সফর নিয়ে ছিল নানা অনিশ্চয়তা। এই অনিশ্চয়তা এবার কেটে গেল। পাকিস্তান সফরকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানে একটি প্রতিনিধি দল পাঠায়। এই প্রতিনিধি দলের প্রধান মেজর(অব) হোসেন ইমাম।
পাকিস্তানের করাচি ও লাহোর পরিদর্শন করেছে এই প্রতিনিধি দল। পরিদর্শন শেষে এবার বাংলাদেশে উড়ে আসার পালা তাদের। পাকিস্তানে বাংলাদেশের এই প্রতিনিধি দল সংবাদ সংম্মেলন করেন।
এই সংবাদ সম্মেলনে ইতিবাচক কথা বলেন হোসেন ইমাম। তিনি বলেছেন, পাকিস্তান নিরাপত্তার জন্য যাবতীয় ব্যবস্থা হাতে নিয়েছে। এটা দেখে আমরা সন্তুষ্ট।
দেশে ফিরে আমরা বাংলাদেশ কিকেট বোর্ডের কাছে রিপোর্ট করব। তিনি আশা প্রকাশ করে বলেন, এই রিপোর্টের উপর ভিত্তি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিবাচক সিদ্ধান্ত নেবে।
ইনাম পাকিস্তানের মাটিতে যে তথ্য জানিয়েছেন তাতে বলাই যায়, এটা একটি সুখবর। আর অবশেষে উড়ল কেতন, পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ। তবে সাকিবদের সফর বেশ পরে। আর সেটা দুবাইয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে।
এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশের নারী ক্রিকেটারদের পাকিস্তান সফরে পাঠাচ্ছে। এই বিষয় এখন প্রায় নিশ্চিত।
৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর