বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:০৬:১৮

ঢাকায় পাঁচ জাতির টুর্নামেন্টে ফাইনালে উঠল যে দুই দেশ

ঢাকায় পাঁচ জাতির টুর্নামেন্টে ফাইনালে উঠল যে দুই দেশ

স্পোর্টস ডেস্ক : ঢাকায় পাঁচ জাতির টুর্নামেন্টের প্রথম পর্ব শেষ হয়েছে এরই মধ্যে। বাংলাদেশ বেশ এগিয়ে থেকেই লক্ষ্য পূরণ করার জন্য ছুটে।  পাকিস্তান ও আফগানিস্তানের কাছে হারের পরেও সম্ভাবনা দেখছিল বাংলাদেশ। দেশের প্রতিবন্ধী ক্রিকেটাররাও জ্বেলে ছিলো আলো। ইংলিশদের বিরুদ্ধে জয় পায় বাংলাদেশ।

অন্যদিকে ভারতকে বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। কিন্তু তাতে তেমন লাভ হয়নি বাংলাদেশের। ফাইনালে উঠেছে পাকিস্তান ও ইংল্যান্ড। দুই দলই ৩ টি করে ম্যাচ জেতে।

সমান সংখ্যেক ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে এই দুই দেশ। অন্যদিকে বাংলাদেশ ৩ নম্বরে রয়েছে। বাংলাদেশ দুটি ম্যাচে জয় পেয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করে।

ভারত ও আফগানিস্তান মাত্র একটি করে ম্যাচে জয় পায়। সাভারের বিকেএসপির মাঠে বাংলাদেশের প্রতিবন্ধী ক্রিকেট টিম ইংলিশদের হারিয়ে বেশ সুখকর বার্তা দেয়।

কিন্তু পাকিস্তান ও আফগানিস্তানেই শেষ হয় বাংলাদেশের স্বপ্ন। পরে কোনো আশার আলোই কাজে আসেনি। এখন দেখার বিষয় পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে কোন দেশ প্রতিবন্ধী টুর্নামেন্টের শিরোপা জিতে। তবে বলা যায় পাকিস্তান এ ক্ষেত্রে বেশ এগিয়ে।
৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর  

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে