স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণক সংস্থা ফিফা কতৃক আগে থেকেই ঘোষিত হয়েছে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের পরবর্তী আসরের আয়োজক দেশ হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। এর পরের আসর কোথায় হবে সেটি এখন পর্যন্ত নির্দিষ্ট করেনি ফিফা। তবে, অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের পরবর্তী আসরের আয়োজক দেশ হতে মরিয়া হয়ে পড়েছেন ভারত।
মঙ্গলবার ম্যাঞ্চেস্টারে সকারেক্স কনভেনশনে এমন দাবি জানিয়েছেন এআইএফএফ সচিব কুশল দাস৷
তিনি বলেছেন, '২০১৭ সালে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ করার জন্য আমরা প্রস্ত্ততি নিচ্ছি৷ পরিকাঠামোও তৈরি হয়ে যাচ্ছে৷ তাই ২০১৯ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ করার জন্য বিড করব আমরা৷' তবে প্রশ্ন উঠেছে এই দায়িত্ব পাওয়া নিয়ে৷ ২০১৭ সালে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ হবে দক্ষিণ কোরিয়ায়৷ তারপরের পরের বারই ফের এশিয়া এই দায়িত্ব পাবে কিনা তা নিয়ে সন্দেহ আছে৷’
৯ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর/রাজু