স্পোর্টস ডেস্ক : প্রায়ই একই দলের হয়ে প্রতিপক্ষ দেশের বিরুদ্ধে খেলে আলোচনায় আসেন তারা। এবার নিজেদের মধ্যে হয়ে যায় একটি বড় লড়াই। পাকিস্তানের জাতীয় ক্রিকেট টিমের মারকুটেদের দ্বারাই পরিপূর্ণ ছিল লাহোর। জাতীয় টিমের দুই ওপেনার ও মিডলদেরও কাকতালীয়ভাবে পেয়ে যায় লাহোর রিজিওন।
এটা আসলে ভাবাই যায় না। আহমদ শেহজাদ ও আজাহার আলী ওপেনার। এর পরে রয়েছেন মোহাম্মদ হাফিজের মত নির্ভার ব্যাটসম্যান। ওমর আকমলের মত হিটার ব্যাটসম্যান। সাদ নাসিমের মত অল রাউন্ডার। আইজাজ চিমা ও ইরফান রয়েছেন বোলার হিসাবে। কিন্তু কাজ হয়নি কিছুতেই।
অ্যাবোটের হয়ে ইউনুস খান ও ইয়াসিরের ব্যাটের কাছেই মূলত লজ্জা পেতে হয়েছে তাদের। ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচে ইউনুস খান করেন ৬১ রান। অন্যদিকে ওপেনার ইয়াসির হামিদ করেন ৬৭ রান।
এই দুইজনের ঝড়ো ব্যাটিংয়ের কাছে যোগ হয় অপরাজিত সাজ্জাতের টর্নেডো বেগে করা ৩৮ রান। সর্বমোট অ্যাবোটের ১৯৮ রানের কাছেই পৌঁছতে পারেনি লাহোর।
৪ ওভার বাকি থাকতেই ১১৫ রানের মাথায় অল আউট হয় এই দল। মোহাম্মদ হাফিজ দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ স্কোরটি হলো ১৬।
খালিদ ওসমানের বোলিংয়ের কাছেই হার মানে হাফিজরা। তিনি একাই নেন ৫টি উইকেট। জুনাইদ ২টি, ইয়াসির ২টি ও জামাল ১টি উইকেট নেন।
ফলে ইউনুসরা ৪ ওভার হাতে রেখে ৮৩ রানের ব্যবধানে জয় পায়।
৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর