 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
কুমিল্লা থেকে: আজ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। সবধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে নির্বাচনী এলাকায়। নিরাপত্তায় সহায়তা মিলবে মোবাইল ফোনেও।
পর্যবেক্ষকদের সহায়তায় ভোটগ্রহণ কর্মকর্তারা তাদের কেন্দ্রের উদ্ভূত কোনো সমস্যা তাৎক্ষণিকভাবে এসএমএসের (মোবাইল ফোনে ক্ষুদেবার্তা) মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পারবেন।
এছাড়া কেন্দ্রে হামলা কিংবা ব্যালট ছিনতাই কিংবা অপ্রীতিকর যেকোনো ঘটনা ঘটলে ভোটগ্রহণ কর্মকর্তারা এসএমএসে ইসি, রিটার্নিং কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চাইতে পারবেন ভোট।
কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৭ হাজার ৫৬৬ জন। এর মধ্যে পুরুষ এক লাখ দুই হাজার ৪৪৭ জন এবং নারী এক লাখ পাঁচ হাজার ১১৯ জন। এসব ভোটারের জন্য ২৭টি ওয়ার্ডে ১০৩টি ভোটকেন্দ্র ও কক্ষ ৬২৮টি।
৫৩.৪ বর্গকিলোমিটার আয়তনের এ সিটিতে সংখ্যালঘু ভোটার ৫৫ হাজার, নতুন ভোটার ৩৮ হাজার ২৮৭ জন। এ নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণে এই নতুন ভোটারদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে মনে করছেন প্রার্থীরা।
এমটিনিউজ২৪/টিটি/পিএস