মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ০৯:২৩:২১

মারা গেছেন মুসলিম বন্ধুর জানাজায় এসে কান্না করা সেই সুধীর বাবু

মারা গেছেন মুসলিম বন্ধুর জানাজায় এসে কান্না করা সেই সুধীর বাবু

এমটিনিউজ২৪ ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে মুসলিম বাল্যবন্ধুর জানাজায় এসে কান্না করা আলোচিত সেই সুধীর বাবু মারা গেছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামের নিজ বাড়িতে মারা যান তিনি।

নিহতের ছেলে অর্জুন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে বাবার শেষকৃত্য সম্পন্ন হবে।

এর আগে ২০২১ সালের ৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে সুধীর বাবুর একটি ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই সময় ছবিটি সম্পর্কে জানা যায়, চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামের আমির হোসেন নামে একজনের জানাজা চলছিল। সেসময় জানাজার পেছনে একটি গাছের গুঁড়ির ওপর বসে কান্না করছেন সুধীর। 

নিহত আমির হোসেন সওদাগর সুধীর বাবুর বাল্যবন্ধু ছিলেন। সেই ছবিটি লাখ লাখ ফেসবুক ব্যবহারকারী পোস্ট করে তাতে লিখেন- বন্ধুত্ব মানে না জাত-ধর্ম। 

স্থানীরা জানান, সুধীর বাবু ও আমির হোসেন ছোটবেলা থেকে এক সঙ্গে আড্ডা ও খেলাধুলা করে বড় হয়েছেন। বয়সের একপর্যায়ে দুজন গুণবতী বাজারের ব্যবসায়ী ছিলেন। ব্যবসার শত ব্যস্ততার মাঝেও সুযোগ পেলেই দুই বন্ধুর ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিতেন। অবসর সময় কাটাতেন একসঙ্গে।

মৃত্যুকালে সুধীর বাবু ২ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে