আকতার হোসেন (রবিন), কুমিল্লা প্রতিনিধি: অবাধ , সুষ্ঠু নিরপেক্ষ গ্রহনযোগ্য ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের নিশ্চয়তায় কুমিল্লা প্রশাসন ও স্থানীয় প্রশাসন থাকবে অনঢ় এবং দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ । নির্বাচনে বিঘœ বা কোন প্রকার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী আইনের উর্ধে নয় তাকেও আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, পূর্বে বাংলাদেশের পরিচয় ছিল দারিদ্র দেশ হিসাবে, এখন এ দারিদ্রতার হার কমিয়ে মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বে পরিচিত হয়েছে। এখন এদেশকে আরও এগিয়ে নিতে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের ভূমিকা সবচেয়ে বেশী। তিনি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনে অংশ গ্রহন করার অধিকার সকল নাগরিকের আছে। আপনারা সুষ্ঠু ও গ্রহনযোগ্য একটি নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি হোন এটা আমাদের প্রত্যাশা। আমরা লেভেল প্লেনিং করে একটি গ্রহণযোগ্য নির্বাচন করার সকলের সহযোগিতা চাই। সোমবার সকাল ১১টায় দেবিদ্বার পৌর মিলনায়তনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সহবস্থান বজায় রেখে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রন, নিরাপত্তা নিশ্চিত ও আচরণ বিধি উপজেলা সহকারি ম্যাজিস্ট্রেট (ভূমি) দাউদ হোসেন চৌধুরী’র পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম’র সভাপতিত্বে জেলা নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আসন্ন দেবিদ্বার উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন-১৬ খ্রি. অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যদের নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন কুমিল্লা জেলা প্রশাসক মো: হাসানুজ্জামান কল্লোল। এর পূর্বে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যদের সাথে মতবিনিময়ে প্রার্থীদের বিভিন্ন অভিযোগের কথাও শুনেন অতিথিবৃন্দ । কুমিল্লা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলেন, যারা অবাধ, সুষ্ঠু নির্বাচনে অনুষ্ঠানে পুলিশ প্রসাশনকে সহযোগিতা করবে প্রশাসন তার পক্ষে থাকবে। অপরদিকে দিকে যারা নির্বাচনকে কেন্দ্র করে মাস্তানী বা সন্ত্রাসী কার্যক্রম করে পুলিশ তাকেও ছাড় দিবে না । নিজ নিজ ইউনিয়নের সবচেয়ে বেশী ঝুঁকিপূর্ণ কেন্দ্র বা প্রচারণায় বিঘœ সৃষ্টিকারী ও বহিরগত সন্ত্রাসীদের কার্যক্রম চোখে পড়লে সাথে সাথে থানায় লিখিত ভাবে জমা দেয়ার জন্য বলেন। তিনি আরও বলেন, আমি আশা করি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সহবস্থান বজায় রেখে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রন, নিরাপত্তা নিশ্চিত ও আচরণ বিধি মেনে চলে আমাদেরকে সহযোগিতা করবে। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আলী আশরাফ, জেলা নির্বাচন কমিশনার রাশেদুল ইসলাম, তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিমা বেগম, দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান এবং উপজেলা রির্টানিং কর্মকর্তাবৃন্দ।
১৩ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস