বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭, ০৮:৪২:৩৩

মানিকগন্ঞ্জে ৩৫ টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে সাময়িকভাবে পাঠদান কার্যক্রম বন্ধ

মানিকগন্ঞ্জে ৩৫ টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে সাময়িকভাবে পাঠদান কার্যক্রম বন্ধ

মোঃ সুমন হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি: প্রবল বৃষ্টি ও পদ্মা যমুনার পানি বিদ্যালয়ের আঙ্গিনায় প্রবেশ করেছে। ফলে মানিকগঞ্জের দুই উপজেলার ৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

এতে জেলার হরিরামপুর ও দৌলতপুর উপজেলার ওই সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

জেলার হরিরামপুর উপজেলায় সর্বমোট ৮৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বা আশেপাশের এলাকায় পদ্মা নদীর পানি প্রবেশ করেছে। ফলে ওই বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

একইভাবে জেলার দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় যমুনা নদীর পানি প্রবেশ করার কারণে উপজেলার ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দৌলতপুর উপজেলায় ৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রয়েছে।

মানিকগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসি শিখা জানান, জেলার সাতটি উপজেলায় সর্বমোট ৬৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে হরিরামপুর ও দৌলতপুর উপজেলার ৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যাজনিত কারণে পাঠদান সাময়িকভাবে বন্ধ রয়েছে।তবে বন্যার পানি কমে যাওয়ার সাথে সাথে ওইসব বিদ্যালয়গুলোতে গুরুত্ব সহকারে পাঠদান কার্যক্রম চালু করা হবে।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে