মঙ্গলবার, ০১ আগস্ট, ২০১৭, ০৫:১৮:৪৬

মানিকগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

মানিকগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

মোঃ সুৃমন, মানিকগঞ্জ প্রতিনিধিঃ  আগামী ৫ ই আগষ্ট ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় মানিকগঞ্জ প্রেসক্লাব হলরুমে ওই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে মানিকগঞ্জের সিভিল সার্জন ডাঃ মো. খুরশীদ আলম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সালমুন নাহার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তি বিপ্লবসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সালমুন নাহার জানান, আগামী ৫ ই আগষ্ট মানিকগঞ্জের সাতটি উপজেলার সকল এলাকায় একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ২১,০৪৯ জন। ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ১৫৮৫৭২ জন।

জেলায় সর্বমোট ১৬৯৩ টি টিকাদান কেন্দ্রে ৩৩৮৬ জন সেচ্ছাসেবী ওই টিকাদান কর্মসূচিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবেন।

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল শিশুদের জন্যে খুব গুরুত্বপূর্ণ হওয়ার কারনে নির্ধারিত বয়সের সকল শিশুকে ওই ক্যাপসুল খাওয়ানোর জন্যে বিশেষভাবে অনুরোধ জানান মানিকগঞ্জের সিভিল সার্জন ডাঃ মো. খুরশীদ আলম।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে