 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
মোঃ সুমন হোসেন, মানিকগন্ঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া শাখা রূপালী ব্যাংকের ভল্টের দরজা মেরামত কাজে সহযোগিতা করার সময় চাপা পড়ে আরিফ হোসেন (২৮) নামে এক যুবক মারা গেছে।
ঘটনাটি ঘটে রবিবার দুপুর ২টার দিকে ঘটেছে।
গুরুতর আহত অবস্থায় তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথিমধ্যেই ওই যুবকের মৃত্যু হয়।
নিহত আরিফ ঘিওর উপজেলার ছোট বিলনালাই এলাকার ফাইজুদ্দিন মিয়ার ছেলে।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাইওয়ে থানার পাশেই ব্যাংকের শাখাটি অবস্থিত। খবর পেয়ে আমরা আহত যুবকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। কিন্তু  পথিমধ্যেই তার মৃত্যু হয়।
এমটিনিউজ/এইচএস/কেএস
 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                