 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
মোঃ সুমন হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি: ঢাকা - আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার গিলন্ড এলাকায় যাত্রীবাহী দুই বাসের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই ১ জন যাত্রী নিহত ও ১০ জন যাত্রী গুরত্বর আহত হয়েছে।
নিহত যাত্রীর নাম আম্বিয়া (৬৫)। নিহত বৃদ্ধা আম্বিয়া চুয়াডাঙ্গা জেলা শহরের মল্লিকপাড়ার সাইফুল ইসলামের স্ত্রী।মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা জানান, সকালে ঘিওর উপজেলার গিলন্ড এলাকায় চুয়াডাঙ্গাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক আসা আরেকটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়।
আহতদেরকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আর নিহত বৃদ্ধার লাশ হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস
 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                