নিউজ ডেস্ক : মানিকগঞ্জে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সময় পদ্মায় ট্রলার ডুবে ও নদীর তীর থেকে ৫ জন নিখোঁজ রয়েছেন।
রবিবার (৩১ মার্চ) সন্ধ্যায় হরিরামপুর ও শিবালয় উপজেলায় এঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস বিভাগের ডুবুরি দল তল্লাশি কাজ চালালেও তাদের সন্ধান মেলেনি। মঙ্গলবার সকাল থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে বলে জানা যায়।
নিখোঁজরা হলেন- শিবালয় উপজেলার ধুতরাবাড়ি এলাকার ইয়াদ আলী (৫০), ঝঁড়িয়ারবাগ গ্রামের চাঁন মিয়া (৪৮), পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা এলাকার নাসির খান (৪২), ইসমাইল খান (৫০) ও কলিম খান (৪৯)।
হরিরামপুর উপজেলার ধুলসুড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহিদ খান বলেন, পাবনার বেড়া থেকে পাথরবোঝাই একটি ট্রলার হরিরামপুর আসার পথে ধুলসুড়া এলাকায় পদ্মা নদীতে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে। একপর্যায়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে মোট ১০ জন মানুষ থাকলেও সাতজন তীরে উঠতে সক্ষম হন। বাকি তিনজন নিখোঁজ রয়েছেন। সোমবার (১ এপ্রিল) স্থানীয়ভাবে তাদের উদ্ধারে চেষ্টা করা হলেও কোনো সন্ধান মেলেনি। বিষয়টি ফায়ার সার্ভিস বিভাগকে জানানো হয়েছে। অপর ঘটনাটি ঘটে শিবালয় উপজেলার ধুতরাবাড়ি এলাকায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান বলেন, ঝড়ের সময় নদীর তীরে কৃষিকাজ করছিলেন ওই গ্রামের ইয়াদ আলী ও চাঁন মিয়া। তারা দুজনই নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে ঝড়ের কবলে পড়ে তারা পানিতে তলিয়ে গেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ ফায়ার সার্ভিস বিভাগের উপ-সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, শিবালয়ে নিখোঁজ দুই কৃষকের সন্ধানে রাতেই নদীতে অভিযান চালানো হয়। কিন্তু সন্ধান মেলেনি।
তিনি আরো জানান, হরিরামপুরের ট্রলার ডুবির ঘটনাটি তারা সোমবার বিকেলে জেনেছেন। এরপর ঢাকা থেকে ডুবুরি দল আনা হয়েছে। রাতে অভিযান চালানো সম্ভব নয় বলে মঙ্গলবার সকাল থেকে উদ্ধার কাজ শুরু হবে।