বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯, ১০:০৪:৫৯

ক্রেতাদের সঙ্গে প্রতারণার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

ক্রেতাদের সঙ্গে প্রতারণার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জ : আরিফ গ্যালারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়ক্রেতাদের সঙ্গে প্রতারণার দায়ে মানিকগঞ্জ শহরে আরিফ গ্যালারি নামে একটি জুতার দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, আরিফ গ্যালারিতে জুতা, স্যান্ডেল, ব্যাগসহ বিভিন্ন পণ্য থাইল্যান্ড ও চায়নায় তৈরি বলে ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছিল। নিজেরা বেশি মূল্যের ট্যাগ বসিয়ে সেগুলো বিক্রি করছিল। কিন্তু এর পক্ষে কোনও কাগজপত্র তারা দেখাতে পারিনি। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে, সাটুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বাসি খাবার সংরক্ষণ ও নিষিদ্ধ মোল্লা লবণ দিয়ে রান্না করার দায়ে রাইজিং গ্রুপ ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক এ জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন—জেলা ক্যাবের সদস্য মতিউর রহমান, সাটুরিয়া উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর নিলুফার ইয়াসমিন ঝর্ণা এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে