শুক্রবার, ২৪ জুন, ২০২২, ০৩:৪৩:২৪

জালে উঠলো ৪৭ কেজির মাছ, বিক্রি ৫৬ হাজার টাকা

জালে উঠলো ৪৭ কেজির মাছ, বিক্রি ৫৬ হাজার টাকা

মানিকগঞ্জ থেকে: মানিকগঞ্জে পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৪৭ কেজির বাঘাইড় মাছ। ১২০০ টাকা কেজি ধরে ৫৬ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয় মাছটি। এত বড় মাছ সচরাচর ওই বাজারে এখনও পর্যন্ত কেই দেখেনি।।

শুক্রবার (২৪ জুন) সকালে হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে মাছটি বিক্রির জন্য আনেন মৎস্য ব্যবসায়ী মানিক হালদার ও তাপস হালদার। তাদের বাড়ি উপজেলার বাল্লা ইউনিয়নে। এ সময় বিশাল আকৃতির ভাঘাইড় দেখতে ভিড় করেন উৎসুক মানুষ।

মানিক হালদার জানান, বৃহস্পতিবার রাতে পদ্মা নদীর আরিচা পয়েন্টে জেলেদের জালে ধরা পড়ে ৪৭ কেজি ওজনের এ বাঘাইড় মাছটি। স্থানীয় আড়ত থেকে মাছটি কিনে আনেন তারা। এরপর ঝিটকা বাজারে মাছটি কেটে ১২০০ টাকা কেজি ধরে বিক্রি করা হয়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে