শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ১১:৫৩:১৪

ব্রেক ফেল করে একেবারে নদীতে!

ব্রেক ফেল করে একেবারে নদীতে!

এমটিনিউজ২৪ ডেস্ক : মানিকগঞ্জের শিবালয়ে ফেরি থেকে নামার সময় ব্রেক ফেল করে পাথরভর্তি ট্রাক একেবারে নদীতে গিয়ে পড়ে। শনিবার সন্ধ্যায় আরিচা ৩ নম্বর ঘাটে পন্টুনের সঙ্গে ভিড়ানো ফেরি থেকে নামাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

ট্রাকটি পাথর বোঝাই করে পঞ্চগড় থেকে আরিচা- কাজীরহাট নৌরুট হয়ে রাজধানী ঢাকা আসছিল। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় থেকে ঢাকাগামী (ঢাকা মেট্রো-ট-১১-৯২৮৫) পাথরবোঝাই ট্রাক পাবনার কাজিরহাট ঘাট থেকে শাহ আলী ফেরিতে ওঠে। ফেরিটি আরিচা ৩ নম্বর ফেরিঘাটে ভিড়ার পর ট্রাকটি নামছিল। অতিরিক্ত মাল নিয়ে ঘাট থেকে উঠতে ব্যর্থ হয়ে পন্টুনের পাশে নদীতে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা চালক ও সহকারীকে উদ্ধার করে স্থানীয় শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) আরিচা ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, ওই ট্রাকটি আনলোড হওয়ার আগে আরো কয়েকটি যানবাহন আনলোড হয়েছে। 

ওই ট্রাকটি ফেরি থেকে নামার সময় ওপরে উঠে আবার পেছনের দিকে চলে আসে। এ সময় ব্রেক ফেল করে ডান দিকে কাত হয়ে পন্টুনের পাশের নদীতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। আনলোড করে ট্রাকটি নদী থেকে উদ্ধারের চেষ্টা চলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে