সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৫:২৩

এমপি হতে মনোনয়ন ফরম জমা দিলেন ভিক্ষুক মুনসুর

এমপি হতে মনোনয়ন ফরম জমা দিলেন ভিক্ষুক মুনসুর

এমটিনিউজ২৪ ডেস্ক : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ আসনে ভিক্ষা করে টাকা জমিয়ে স্বতন্ত্র এমপি প্রার্থীর মনোনয়নপত্র ফরম ক্রয় করে আজ সোমবার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরাফাত সিদ্দিকীর কার্যালয়ে জমা দিলেন ফকির আবুল মুনসুর। 

স্বতন্ত্র এমপি প্রার্থী আবুল মুনসুর ফকির বলেন, আমি উপজেলার বইলর ইউনিয়নের মঠবাড়ী এলাকার মরহুম চান মিয়ার ছেলে। মানুষের আর্থিক সহযোগিতায় চলছে আমার সংসার। এখন আমার বয়স হয়েছে (৭১)। শরীর দুর্বল হয়ে আসছে তাই ভিক্ষা করে সংসার চালাই। 

তিনি আরও বলেন, অনেক দিন ধরেই নির্বাচনের চিন্তা করে আমি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছি। সাধারণ ভোটাররা আমাকে সমর্থন দিয়েছে। তাই আমি স্বতন্ত্র এমপি পদে মনোনয়নপত্র জমা দিয়েছি। 

স্বতন্ত্র প্রার্থী মুনসুর ফকির আরও বলেন, ত্রিশাল থেকে অতীতে যারা এমপি নির্বাচিত হয়েছেন, তারা গরিবদের খোঁজখবর রাখেননি। যদি এমপি নির্বাচিত হতে পারি, তাহলে গরিবদের পাশে থেকে তাদের কাজ করে দেব। 

ফকির মুনসুর স্বতন্ত্র এমপি প্রার্থীর মনোনয়নপত্র ফরম জমা দেওয়ায় উপজেলায় ব্যাপক আলোচনার ঝড় উঠেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে