নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হকের নারীকাণ্ডে তাণ্ডব সৃষ্টির ঘটনায় সংগঠনটির সাতকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৮ এপ্রিল) দুপুরে উপজেলার একটি মাদ্রাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান জানান, সহিংসতা ও নাশকতা সৃষ্টির ঘটনায় দায়ের করা মামলার বেশ কয়েকজন আসামি বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁয়ে একটি মাদ্রাসায় গোপন বৈঠক করছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় নাশকতা সৃষ্টির পরিকল্পনার বৈঠক থেকে রায়হান, হাসান মাহমুদ, ইউনুছ, শরীফ, আবু নাঈম, হাসান মাহমুদ ও রেদওয়ান নামে হেফাজতের সাত সক্রিয় কর্মীকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এর আগে বুধবার রাতে একই মামলায় গ্রেফতার করা হয় রাজু, রায়হান, ইমরান ও আকাশকে এবং মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় মোস্তফা নামে আরও এক হেফাজত কর্মীকে। নাশকতার ঘটনায় মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গ্রেফতার করা হয়েছে হেফাজতের ১২ কর্মীকে। গ্রেফতাররা সবাই সোনারগাঁয়ে সহিংসতা সৃষ্টির মামলার এজাহারভুক্ত আসামি ও হেফাজতের সক্রিয় কর্মী বলে এই অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন।সময় নিউজ