নেত্রকোনা : নেত্রকোনায় গত ৮ মাসে (জানুয়ারি-আগস্ট) ৯২টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। যার বেশির ভাগ মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। এছাড়া গলায় ফাঁস, বিষপানে আত্মহত্যা, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এবং পানিতে ডুবে মৃত্যুর ঘটনাও রয়েছে। ফলে জনমনে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে।
বিশ্লেষকদের মতে, অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়েও বেশি। কারণ অনেক সময় পল্লী এলাকায় অস্বাভাবিক মৃত্যু হলে পুলিশী হয়রানি ও ময়না তদন্ত করার ভয়ে শুধুমাত্র জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে লাশ দাফন করা হয়। ফলে অনেক হিসাব সরকারি হিসাবে যুক্ত হয় না।
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল সূত্র মতে, জেলায় গত জানুয়ারিতে ৯টি, ফেব্রুয়ারিতে ১১টি, মার্চে ৮টি, এপ্রিলে ১০টি, মে’তে ১৫টি, জুনে ১১টি, জুলাইয়ে ১১টি এবং আগস্টে ১৭টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
‘নিরাপদ সড়ক চাই’ নেত্রকোনা জেলা শাখার অন্যতম সংগঠক সাংবাদিক আলপনা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধে গাড়ী চালানোর নিয়ম কানুন সম্পর্কে চালকদের সচেতনতা বৃদ্ধি, অপ্রাপ্ত বয়স্ক, অদক্ষ এবং মাদকাসক্ত অবস্থায় কেউ যেন গাড়ী চালাতে না পারন সে ব্যবস্থা করা এবং ট্রাফিক বিভাগকে আরও শক্তিশালী করতে হবে।’
পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, ‘সড়ক দুর্ঘটনারোধে জেলা আইন-শৃঙ্খলা সমন্বয় সভায় অদক্ষ চালকদের প্রশিক্ষণ দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়াও পুলিশ বিভাগ সড়ক দুর্ঘটনার পরপরই মামলা নিচ্ছে এবং অভিযুক্ত চালকদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার চেষ্টা করছে।’
০৫ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম