শুক্রবার, ০৪ অক্টোবর, ২০১৯, ০১:০৩:১২

নেত্রকোণায় ছোট হরিণ খেতে গিয়ে অজগরের মৃত্যু!

নেত্রকোণায় ছোট হরিণ খেতে গিয়ে অজগরের মৃত্যু!

নেত্রকোণা: মেঘালয় পাহাড় থেকে নেমে আসা অজগর সাপটি ছিল ক্ষুধার্ত। সামনে একটি হরিণ শাবক পেয়ে তা গিলতে চেষ্টা চালায়। কিন্তু ছোট হরিণ হলেও তা আ'টকে যায় গলায়। এরপর ছটফট করতে থাকা অজগরটি দেখে তা বেঁধে রাখেন এলাকাবাসী। কিছুক্ষনের মধ্যেই মৃত্যু ঘটে অজগরের। দশ ফুট দীর্ঘ অজগরকে অবশেষে মাটি চাপা দেয়া হয়। ঘটনাটি নেত্রকোণা কলমাকান্দার।

স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় কলমাকান্দার লোকালয়ে দেখা যায় অজগরটিকে। উপজেলার সীমান্তবর্তী রংছাতি ইউনিয়নের চন্দ্রডিঙ্গা নামক স্থানে একটি হরিণ শাবক খেয়ে ছটফট করছিল প্রায় ১০ ফুট দীর্ঘ অজগর সাপ। তারপর তার মৃত্যু ঘটে।

উপজেলা বন কর্মকর্তা রতিন্দ্র কিশোর রায় স্থানীয় লোকজনের কাছ থেকে ঘটনাটি শুনেছেন বলে জানান।

স্থানীয় ইউপি সদস্য মোফাজ্জল হোসেন বলেন, 'অজগর সাপটি ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে এসেছে বলে ধারণা। লোকালয়ে পৌছে সাপটি একটি হরিণ শাবক গিলে ফেলে। তা সাপের গলায় আ'টকে যায়। কয়েকজন অসুস্থ সাপটি দেখতে পেয়ে বেঁধে রাখেন। কিছু সময় পর সাপটি মা'রা যায়। স্থানীয়রা সাপটিকে মাটিচা'পা দিয়েছেন।'

রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহেরা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'পাহাড়ী অঞ্চলে এমন আরও অজগর সাপ থাকতে পারে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে