পাবনা : রাজধানীর গুলশানে হামলার মাস্টারমাইন্ড নুরুল ইসলাম মারজানের বাবা নিজাম উদ্দিনকে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পরিচয়ে আটকের অভিযোগ উঠেছে।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর গ্রামের আফুরিয়ায় নিজ বাড়ি থেকে ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।
মারজানের বাবাকে আটক করে নিয়ে যাওয়ার বিষয়টি মারজানের চাচা রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
তবে পাবনার পুলিশ সুপার আলমগীর কবির এবং পাবনা থানার ওসি মারজানের বাবাকে আটক করার কথা অস্বীকার করেছেন। পাবনার ডিবির কেউ তাকে আটক করেনি বলে দাবি করেন পুলিশ সুপার।
এর আগে গুলশানের হলি আর্টিজানে হামলার মাস্টারমাইন্ড মারজানের পরিচয় প্রকাশ হলে তোলপাড় সৃষ্টি হয়। তবে ছেলে এ ধরনের ঘৃণ্য কাজে জড়িত থাকলে তার শাস্তি দাবি করেছেন তার বাবা-মা।
রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার মাস্টারমাইন্ড মারজানের পুরো নাম নুরুল ইসলাম মারজান (২৩)। গ্রামের বাড়ি পাবনার সদর থানার পৌরসভার পাইটকাবাড়িতে। তার বাবার নাম নিজাম উদ্দিন। মা সালমা খাতুন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গত তিন বছর ধরে তিনি বাড়ি থেকে নিখোঁজ ছিলেন।
মাস্টারমাইন্ড মারজানের এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার (এসপি) আলমগীর কবীর।
তিনি জানান, গত তিন বছর ধরে তিনি পরিবার থেকে নিখোঁজ। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
১৫ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম