বুধবার, ১১ মে, ২০১৬, ০৫:০৪:৫৫

দাফন ঠেকাতে নিজামীর গ্রামের প্রবেশপথ অবরোধ

দাফন ঠেকাতে নিজামীর গ্রামের প্রবেশপথ অবরোধ

পাবনা থেকে : পাবনায় একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর লাশ দাফন ঠেকাতে সাথিয়ার ধোপাদহ ইউনিয়নের মনমথপুর গ্রামের প্রবেশ পথে রাস্তা অবরোধ করেছে স্থানীয় ছাত্রলীগ। তাদের দাবী, নিজামী যুদ্ধাপরাধী, এলাকার কলঙ্ক। তার লাশ কোনোভাবেই এলাকায় ঢুকতে দেয়া হবে না। গ্রামের বাড়িতে দাফন তো দূরের কথা।

জামায়াতে নেতা মতিউর রহমানের নিজামীর লাশ গ্রামে ঢুকতে দেবে না স্থানীয় আওয়ামী লীগ। এই ঘোষণা তারা আগেই দিয়েছিল। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে রায় কার্যকর এবং দেড়টায় অ্যাম্বুলেন্সে করে লাশ পাবনার সাঁথিয়া নেয়া হচ্ছে এই খবর শুনার পরপরই গ্রামের প্রবেশপথ দৌলতপুর তিন মাথা এলাকায় অবস্থান নিয়েছে জেলা, সদর উপজেলা ও নিজামীর নিজ এলাকার তরুণ প্রজন্ম ছাত্রলীগসহ প্রগতিশীল রাজনীতির সঙ্গে সম্পৃক্তরা।

অবরোধে অংশ নেওয়া পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন বলেন, ‘কুখ্যাত যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর লাশ এখানে (পাবনা) দাফন করা হলে মাটি অপবিত্র হবে।’

ঢাকা কেন্দ্রীয় কারাগারে মধ্যরাতে ফাঁসি কার্যকরের পর আনুষ্ঠানিকতা শেষে রাত দেড়টার দিকে নিজামীর লাশবাহী অ্যাম্বুলেন্স নিজামীর গ্রামের বাড়ি সাথিয়ার মনমথপুরের উদ্দেশে রওনা হয়েছে।
১১ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে