পাবনা : পাবনার ঈশ্বরদীতে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু ও তার জামাতা পৌর মেয়র আবুল কালাম আজাদ গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস জানান, বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, ভূমিমন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফ ডিলু এমপির সমর্থক উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক রাজিব সরকার গ্রুপ ও উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি ভূমিমন্ত্রীর জামাতা পৌর মেয়র আবুল কালাম আজাদ গ্রুপের জুবায়ের বিশ্বাস সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুলশানের জঙ্গি হামলায় শহীদদের স্মরণে পৌর মেয়র আবুল কালাম আজাদের নেতৃত্বে সন্ত্রাস বিরোধী একটি মিছিল বের হলে মন্ত্রী গ্রুপের লোকজন তাদের ধাওয়া করে। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
১৪ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম