পাবনা : এবার পাবনা শহরের একটি বেসরকারি হাসপাতালে মাথা জোড়া লাগানো দুই দেহ বিশিষ্ট কন্যাশিশুর জন্ম হয়েছে।
রোববার সন্ধ্যায় শহরের পিডিসি হাসপাতালে এ শিশু জন্মগ্রহণ করে।
হাসপাতাল সূত্র জানায়, শনিবার বিকেলে জেলার চাটমোহর উপজেলার আটলংকা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী তাসলিমা খাতুন প্রসব ব্যথা নিয়ে পিডিসি হাসপাতালে ভর্তি হন।
রোববার সন্ধ্যায় গাইনি বিশেষজ্ঞ ডা. নার্গিস সুলতানা প্রসূতির অপারেশন করেন। এ সময় দুই দেহ বিশিষ্ট মাথা জোড়া লাগানো মেয়ে শিশুর জন্ম হয়।
ডা. নার্গিস সুলতানা বলেন, বর্তমানে সুস্থ আছে শিশু।
শিশুটির বাবা বলেন, কয়েক দিন আগে শহরের সিটি ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করা হয়। সেখানকার চিকিৎসক ডা. মিলন জানিয়েছিলেন, প্রসূতির পেটে একটি শিশু আছে।
১৭ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম