রাজবাড়ী : পদ্মায় তীব্র স্রোত ও ঢাকামুখী যানবাহনের অতিরিক্ত চাপে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
ফলে ঈদের ছুটি শেষে ঢাকা ফেরত যাত্রীদের দৌলতদিয়া ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। দৌলতদিয়া ঘাট থেকে প্রায় ৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম বলেন, যানবাহনের অতিরিক্ত চাপে এই যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকে ১, ৩ ও ৪ নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ২ নম্বর ঘাট বন্ধ রয়েছে।
দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) রুহুল আমিন বলেন, অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাসগুলোকে পার করা হচ্ছে।
১৭ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম