রাজবাড়ী : বয়স ১০০, ইউপি চেয়্যারম্যানের দায়িত্ব পালন করেন ৩৫ বছর। খন্দকার আতিয়ার রহমান এ বছর শততম জন্মবার্ষিকী পালন করেন ২৪ সেপ্টেম্বর।
১০০ বছর আগে ১৯১৬ সালের এ দিনে পৃথিবীতে আসেন তিনি। বিশেষ দিনটি অবশ্য ধুমধাম করে নয়, বেশ ঘরোয়াভাবেই পালন করা হয়।
রাজবাড়ী সদর উপজেলার বরাত ইউনিয়নে ৩৫ বছর ইউপি চেয়্যারম্যানের দায়িত্ব পালন করেছেন আতিয়ার রহমান।
আতিয়ার রহমানের ছেলে মতিয়ার রহমান গণমাধ্যমকে জানান, এখনো বাবার শরীরটা ভালো আছে। ডাক্তাররা বলছেন, ১০০ বছরের মানুষের শরীর যেমন থাকার কথা তার চেয়ে অনেক ভালো আছে তার।
ছোট বেলা থেকেই সমাজের প্রতি নানান দায়িত্ব পালন করছেন আতিয়ার রহমান। গড়েছেন স্কু-কলেজ ও মাদ্রাসা। মুক্তিযুদ্ধের সময় ২৫৬ জন মুক্তিযোদ্ধা অবস্থান নিয়েছিলেন আতিয়ার রহমানের বাড়িতে। নিজ দায়িত্বে তাদের দেখাশোনা করেছেন তিনি।
৬ বছর আগে তিনি স্ত্রীকে হারান। চার ছেলে ও আর দুই মেয়ের সবাই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। জন্মদিনে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
২৫ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম