সোহেল রানা বালিয়াকান্দি (রাজবাড়ী): রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের চরপোটরা গ্রামে বাড়ীতে এক স্ত্রীকে রেখে তার সামনেই দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হয়েছে পল্লী উন্নয়ন বোর্ড ( পিইপি) এক কর্মকর্তা। ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল সাড়ে ৪টার সময়।
এলাকাবাসী জানিয়েছেন, উপজেলার জঙ্গল ইউনিয়নের চরপোটরা গ্রামের সুবাস প্রামানিকের ছেলে শরিয়তপুর জেলার গোসাইরহাট পল্লী উন্নয়ন বোর্ড ( পিইপি) শাখার কর্মকর্তা সুজন প্রামানিকের সাথে একই ইউনিয়নের পাঁচপোটরা গ্রামের মৃত মোনা মন্ডলের মেয়ে ফরিদপুর ব্র্যাকে কর্মরত অঞ্জনা মন্ডল ২০১৫ সালের ১০ ডিসেম্বর ধর্মীয় মতে হিন্দু বিবাহ রেজিষ্ট্রি করে। এরমধ্যে সুজন প্রামানিক গোসাইরহাট এলাকা থেকে একটি কিন্ডার গার্টেনের শিক্ষিকাকে বিয়ে করে দূর্গাপূজার মধ্যে বাড়ীতে নিয়ে আসে। বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়। এনিয়ে শনিবার বিকালে জঙ্গল ইউনিয়ন পরিষদ মাঠে চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে ইউপি সদস্য ও এলাকাবাসীর উপস্থিতিতে শালিসে বিয়ের সিদ্ধান্ত হয়। পরে বিকাল সাড়ে ৪টার দিকে ওই স্ত্রীর সামনেই বিয়ে সম্পন্ন করে। এ বিয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।-নয়াদিগন্ত
১৬ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস