রাজবাড়ী : আগামী ৮ নভেম্বর ২০১৬ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে আলোচনার ঝড় উঠেছে সারা বিশ্বে। তবে রাজবাড়ীতে ওই নির্বাচন সংক্রান্ত আলোচনায় যুক্ত হয়েছে ভিন্ন ঘটনা। ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের জন্য ভোট চেয়ে এলাকাবাসীর মধ্যে সাড়া তৈরি করেছেন শহরের বেড়াডাঙ্গার ক্ষুদ্র ব্যবসায়ী জাহাঙ্গীর।
ব্যবসায়ী জাহাঙ্গীর রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা মৌজার ২নং বেড়াডাঙ্গা গ্রামের মৃত গনি সেখের ছেলে। তিনি বেড়াডাঙ্গা এলাকার একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ভোটারদের কাছে হিলারির জন্য গাধা প্রতীকে ‘ভোট’ চাচ্ছেন জাহাঙ্গীর। শহরের বিভিন্ন পয়েন্টে ব্যানার ও ফেস্টুন লাগিয়েছেন তিনি। নিজের ফেসবুক পেজ থেকেও এ সংক্রান্ত পোস্ট দিচ্ছেন। জাহাঙ্গীরের এমন ব্যাতিক্রমী কাণ্ড কারখানা দেখে অনেকেই মেতে উঠছেন মার্কিন নির্বাচনের আলোচনায়।
এদিকে নিজের ‘অভিনব প্রচারণা’ প্রসঙ্গে সাংবাদিকদের জাহাঙ্গীর বলেন, ‘হিলারি ক্লিনটন সারা বিশ্বের জন্য একজন শান্তিপ্রিয় ও সুষ্ঠু চিন্তার মানুষ। তিনি কোনও ধর্ম বিদ্বেষী নন। হিলারির লেখা ‘লিডিং হিস্টোরি’ বইটা পড়ে তার সম্পর্কে অনেক পজেটিভ ধারণা পেয়েছি। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই তার জন্য এই প্রচার-প্রচারণা।’ -বাংলা ট্রিবিউন।
২৯ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম