রাজবাড়ী থেকে: প্রাইভেট শিক্ষকের টাকা দিতে না পারায় বাবার ওপর অভিমান করে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় কুলসুম খাতুন (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে।
বুধবার রাতে উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কুলসুম খাতুন দিনমজুর কবির খানের মেয়ে ও জামালপুর ইউনিয়নের নলিয়া শ্যামামোহন ইন্সটিটিউশনের ছাত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে প্রাইভেট শিক্ষকের বকেয়া বেতন দেয়ার জন্য কুলসুম তার বাবাকে বলে আসছিল। কিন্তু দরিদ্র বাবা টাকা দিতে না পারায় অভিমান করে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
বালিয়াকান্দি থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান, অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এমটিনিউজ২৪ডটকম/এম,জে