শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭, ০৯:৫৭:৩৪

দৌলতদিয়ায় দুই ফেরির সংঘর্ষ

দৌলতদিয়ায় দুই ফেরির সংঘর্ষ

নিউজ ডেস্ক : রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে শনিবার সকালে মাঝ নদীতে কুয়াশার কবলে পড়ে দুই ফেরির মধ্যে সংঘর্ষে হাসনা হেনা নামের ফেরির সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়।

ফেরিতে থাকা গাড়ির ধাক্কায় ১১-১২ জন যাত্রী আহত হন। এর মধ্যে একজনকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলেও চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় জানায়, কুয়াশার কারণে শুক্রবার রাত ১০টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল। ভোর সাড়ে পাঁচটার দিকে কুয়াশা কম দেখে উভয় ঘাট থেকে ফেরি ছাড়তে শুরু করে। সাতটার দিকে পাটুরিয়া থেকে গাড়ি নিয়ে ইউটিলিটি হাসনা হেনা ফেরি দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে মাঝ নদীতে পৌঁছালে ফের কুয়াশার কবলে পড়ে। বিপরীত দিক থেকে আসা রোরো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমীন সামনের কিছুই দেখতে না পেলে দুই ফেরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাসনা হেনার র‌্যামের সামনের অংশ ভেঙ্গে ক্ষতিগ্রস্থ হয়। ফেরিতে থাকা প্রতিটি গাড়ির সাথে প্রচণ্ড জোড়ে ধাক্কা লাগে।এ সময় দাঁড়িয়ে থাকা তৌকির হাওলাদার (২০) নামে এক তরুণের দুটি পা ভেঙ্গে মারাত্মক আহত হন। তৌকির খুলনার দিঘলিয়া এলাকার মনি হাওলাদারের ছেলে। ফেরিতে থাকা যাত্রী ছাকিব মোল্যা (১৮), আমেনা খাতুন (৪০), লস্কর আলমগীর হোসেন (৪৮) সহ অন্তত ১২জন যাত্রী আহত হন।

হাসনা হেনা ফেরি মাস্টার একরামুজ্জামান বলেন, তিনি পাটুরিয়া থেকে রওনা করে মাঝ নদীতে পৌঁছালে হঠাৎ ঘন কুয়াশা ঘিরে ফেলে। দৌলতদিয়া ঘাটের কাছে চ্যানেলে আসামাত্র বিপরীত দিক থেকে আসা রোরো ফেরি রুহুল আমীনের সাথে সংঘর্ষ হয়। এতে ফেরির সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে