রাজবাড়ী থেকে: অভাবের সংসার। এক বেলা খেলে আরেক বেলা ঠিক মত খেতে পারেন না। কোনো মতে চলে জীবন। তারপরেও থেমে যাননি। নিজের চেষ্টায় চালিয়ে যান পড়ালেখা। করেন কঠোর পরিশ্রম। বলছিলাম সোহেল মণ্ডলের কথা। রাজবাড়ীর গোয়ালন্দের বকারটিলা গ্রামের মোতালেব মণ্ডলের ছেলে। পাঁচ ভাইবোনের মধ্যে সবার বড়। এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষার ফাঁকে ফাঁকে তিনি রিকশা চালান।
উপজেলার বাহাদুরপুর এলাকার আবদুল হালিম মিয়া কলেজের মানবিক বিভাগ থেকে এবার পরীক্ষা দিচ্ছেন। তার পরীক্ষার কেন্দ্র রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রি কলেজ। সোহেলের বাবা দিনমজুরের কাজ করেন। শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত কাজ করতে পারেন না। এ জন্য সংসারের হাল ধরতে হয়েছে সোহেলকেই।
সোহেল বলেন, শত কষ্ট হলেও পড়ালেখা শেষ করতে চাই। পড়ালেখা করতে ভালো লাগে। তবে সামনে কী হবে তা জানি না। রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল কাদের শেখ বলেন, সোহেল নম্র ও বিনয়ী। তার প্রতি আমাদের সহানুভূতি রয়েছে।
এমটি নিউজ/এপি/ডিসি