উটপাখি নিয়ে ২৬ জনের কাড়াকাড়ি!
রাজবাড়ী প্রতিনিধি : উটপাখি নিয়ে ২৬ প্রার্থীর কাড়াকাড়ি। ঘটনাটি রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে। উটপাখি প্রতীক নিয়ে ২৬ কাউন্সিলরের মধ্যে চলছে কাড়াকাড়ি।
এ পৌরসভায় কাউন্সিলর প্রার্থীও ২৬ জন। প্রত্যেকেই পছন্দের প্রতীক হিসেবে উটপাখির নাম উল্লেখ করেছেন।
রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই করতে গেলে বিষয়টি সংশ্লিষ্টদের নজরে পড়ে। এ নিয়ে সবার মধ্যে আলোচনার খোরাক জুগিয়েছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার পঙ্কজ ঘোষ জানান, একটি প্রতীক তো ২৬ জনকে দেয়া সম্ভব নয়। প্রতীকটি একজনকে বরাদ্দ দেয়া হবে। এ ক্ষেত্রে লটারির মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে।
৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
�