রাজবাড়ী: অ আ বর্ণ চিনতে না পারায় প্রথম শ্রেণির এক ছাত্রকে ক্লাসে মারধরের অভিযোগ উঠেছে পাটুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপালী রাণী সরকার ডলি’র বিরুদ্ধে । আহত ছাত্রের নাম কাশেম (৫)। প্রধান শিক্ষকের বেতের আঘাতে কাশেমের ডান হাতের কব্জি ফুলে গেছে বলে অভিযোগ করেছেন তার বাবা। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষকের দাবি, সেদিন ওই ক্লাসেই তিনি যাননি।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পাটুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ ঘটনায় কাশেমের বাবা সেদিনই ওই প্রধান শিক্ষকের কাছে এবং আজ শনিবার (৯ ফেব্রুয়ারি) সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন।
আহত কাশেমের বাড়ি বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পাটুরিয়া গ্রামে।