রাজবাড়ী : রাজবাড়ী শহরের বড় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে গেছে ৫টি দোকান ও ১টি গোডাউন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
স্থানীয়রা জানান, সকালে বাজারের দক্ষিণ পাশের কসমেট্রিক্সের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে তা অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাজারের ৫টি দোকান ও একটি গোডাউন পুড়ে গেছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে পুড়ে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপনের চেষ্টা চলছে। এদিকে, আগুনে পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।